Monday, October 24, 2011

"পরিবর্তন করুন আপানার নোকিয়া সেম্বিয়ান ভার্সন৩ এর(ভার্সন৫ সেম প্রসেস) ডিফল্ট ফন্ট"


আমরা যারা নোকিয়ার সেম্বিয়ান ভার্সন থ্রি ও পাইভ ইউজ করি । তারা চাইলে অতি সহজ উপায়ে আমাদের
সেই ভোরিং ডিফল্ট ফন্ট পরিবর্তন করে মোবাইলকে দিতে পারি নতুন সাজ । নতুন স্টাইল ।
আমার এই পোস্ট হল কিভাবে ফন্ট পরিবর্তন করা যায় তা নিয়ে ।
আমরা যা করবঃ

১)ব্যাকআপঃ প্রথমে আপনি আপনার মোবাইলের সেট মেমরীটি ব্যাকআপ নিয়ে নিন । এই কাজটি আপনি পিসি থাকলে পিসি সুইট । আর না
থাকলে আপনার মোবাইল দিয়ে করে নিতে পারবেন । ব্যাকআপ রাখবেন কারণ যদি ফন্ট নিয়ে কোন প্রবলেম হয় তবে তা রিস্টোর করলে আবার আগের মত হয়ে যাবে ।

২) ফন্ট রাঊটারঃ এর কাজ হল আপনার মেমরি কার্ডটি যখন মোবাইল চালু হবে তখন তা থেকে আপনার তৈরি করা ফন্টগুলা খুজে নিয়া ।
                                                        <<<<<ফন্ট রুটার ডাউনলোড করুন>>>>>

ডাউনলোড করে ইন্সটল*** করুন ফোন মেমরিতে । এবং ইন্সটল শেষে মেমরি কার্ডটি খুলে ফেলুন ।

৩) ফন্ট তৈরিঃ নিম্নোক্ত নামে কম্পিউটার থেকে আপনার পছন্দের ফন্টটি Local Disk C:>>>>Windows>>>Fonts থেকে কপি(একই ফন্ট ৪কপি) করে নিয়ে fonts নামক একটা Folder করে তাতে রাখুন ।যেমনঃ আপনি tunzpage.ttf নামক একটা ফন্ট নিলেন । যা এবার fonts নামক একটা Folder করে কপি করে রাখলে যা হবে ..............................

tunzpage.ttf                    
tunzpage.ttf -copy                
tunzpage.ttf -copy1                
tunzpage.ttf -copy2
এই রূপ ।

এবার এদের আপনি রিনেম করবেন নিম্নোক্ত নামেঃ
S60SNR.ttf
S60SSB.ttf
S60TSB.ttf
S60ZDIGI.ttf

মনে রাখবেন উপরোক্ত নাম গুলো কিন্তু tunzpage.ttf নামক এই একটা ফন্টকেই রিনেম করে করা হয়েছে ।
আবার আলাদা আলাদা ৪টি ফন্ট করেছি বলে মনে করবেন না ।

৪) কার্ড রিডার ও পেস্টঃ এবার আপনার মেমরী কার্ডটি শুধুমাত্র এবং কেবল শুধুমাত্র কার্ডরিডার দিয়েই আপনার পিসির সাথে সংযোগ প্রদান করুন । এবার আপনার মেমরী কার্ডে দেখুন Resource নামক একটা  Folder আছে তাতে আপনার এতক্ষণ তৈরি করা সেই  fonts Folder টি   Resource নামক  Folder এ Paste করে দিন ।

৫) রিস্টার্ট এবং পর্যবেক্ষণঃ এবার আপনার মেমরি কার্ডটি আপানার মোবাইলে সংযুক্ত করুন । তারপর আপনার মোবাইলটি অফ-অন করুন । এবার দেখুন আপনার পছন্দের ফন্টটি এখন আপনার মোবাইলে দেখা যাচ্ছে এবং সেই স্টাইলে লিখাও যাচ্ছে ।

৬)সতর্কতাঃ আপনি বাংলা ফন্ট ইউজ করবেন না । কারণ বাংলা ফন্ট কাজ হবে কিন্তু বাংলা ফন্ট থাকে অগোছালো অবস্থায় ।
যেমনঃ MENU লিখাটি বাংলা করার পর দেখা যাবে banglai "মেনু" না হয়ে লিখা আছে "কএওজদ" . আর মূলত তাই আমি বলেছি আপনার মোবাইলটি ব্যাকআপ রাখার জন্য । ফলে বাংলা/ইংলিশ ফন্ট যেটাই করেন না কেন পছন্দ না হলে মোবাইলটি আবার রিস্টোর করে নিলে সব আগের মত হয়ে যাবে ।
এক্ষেত্রে FlipFont নামেও একটা Application আছে । তবে তা সেট রিস্টার্ট দিলে আবার ডিফল্ট ফন্টে রূপান্তরিত হয়ে যায় ।
কিন্তু আমি যেই পদ্ধতি বললাম তা দিয়ে কিন্তু কোন প্রবলেম হবে না ।

৭)প্র্যাক্টিকালঃ আমি Nokia E72 দিয়ে কাজ করেছি এবং তা সফলভাবে কাজ হয়েছে ।
প্রমাণ নিম্নের ছবিতে দেখুন


৮)যোগাযোগঃ আমি আছি আপনাদের সাথে এই পোস্টের যেকোনো ব্যাপার নিয়ে । কোন প্রকার প্রবলেম বা বুঝতে সমস্যা হলে >>>এখানে<<< আমাকে মেসেজ পাঠাতে পারেন ।

******যাদের ফন্ট রাঊটারটি ডাউনলোড করার পর ইনস্টল করার সময় Certificate Error বলবে তাদের সেট অবশ্যই হ্যাক করতে হবে ।

S60v3 & S60v5 হ্যাক নিয়ে আমার একটা পোস্ট আছে ।

S60v3 & S60v5 হ্যাকিং নিয়ে পোস্টটি দেখতে >>>এখানে<<< ক্লিক করুন ।
 


0 comments:

Post a Comment