Sunday, September 18, 2011

গ্রামীনফোনে ২জিবি ইন্টারনেট এখন মাত্র ৫০৯.৭১৫২টাকায়


হে গ্রামীনফোনে এখন ২জিবি ইন্টারনেট মাত্র ৫০৯.৭১৫২টাকায়+১৫% ভ্যাট । কি বিশ্বাস হচ্ছে না ।না হওয়ারই কথা । কিন্তু ঘটনাটি একদম সত্য।(যাচাই করে দেখুন এখান থেকে) আর এই অফার কেবল গ্রামীনফোন প্রিপেইড গ্রাহকগণ উপভোগ করতে পারবে।
আপনি বলতে পারেন গ্রামীনফোন এমন কোন অফারই দেয় নাই । হে তা ১০০% সত্য যে গ্রামীনফোন এ ২জিবি বলে কোন নেট পেকেজ নেই । কিন্তু গ্রামীনফোন তাদের ১জিবি ও ৩ জিবি ইন্টারনেট ইউজারদের জন্য কিছু সুবিধা দিয়েছে । যা হয়তো অনেকে জানেন আবার অনেকে জানেন না।
আমি বলি মূল ব্যাপারটি কি । আসলে যারা গ্রামীনফোনের ১ জিবি ইউজ করেন তারা হয়তো জানেন আবার জানেন না । আসলে ১জিবি বা ৩জিবি ইউজাররা আপনাদের ইন্টারনেটের ব্যালেন্স যদি যদি নির্দিষ্ট মেয়াদের আগে শেষ হয়ে যায় অর্থাৎ সাধারণত মেয়াদ থাকে ৩০দিন । এখন আপনি যদি দেখা যায় ২০দিনের দিন আপনার সম্পূর্ণ ডাটা শেষ করে ফেলেছেন । তখন গ্রামীনফোন আপনার একাউন্ট থেকে প্রতি এম্বি ২০.৪৮পয়সা+১৫% ভ্যাট সহ কাটবে । তাহলে দেখুন প্রতি এম্বি যদি ২০.৪৮(.০০০২/kb+15% ভ্যাট) পয়সা হয়।তাহলে সাধারণ ঐকিক নিয়ম অনুসারে ১০২৪এম্বির দাম হবে ২০.৪৮*১০২৪=২০৯.৭১৫২টাকা।
এবার টোটাল টাকা হিসাব করেন=৩০০টাকা(১জিবি)+২০৯.৭১৫২টাকা(ডাটা শেষে প্রতি এম্বি করে )
=৫০৯.৭১৫২টাকা +১৫%ভ্যাট
কি ব্যাপারটা এখন মনে হয় বুঝতে পেরেছেন ।
এভাবে আপনি ৩ জিবির ক্ষেত্রে না করাই ভাল । কারণ ৩জিবির দাম হল ৭০০টাকা। অতিরিক্ত ১জিবি ইউজ করলে হবে (৭০০+২০৯.৭১৫২)৯০৯.৭২টাকা। কিন্তু দেখা যাবে আপনি ৮৫০টাকায় পাচ্ছেন ৫জিবি আনলিমিটেড(৫জিবির পর স্পিড হবে ২৪কেবির নিচে) ।
So which is better for now you can understand .
বিঃদ্রঃ যারা আরো সত্যতা যাচাই করতে চান তাদের কাছে আমার অনুরোধ দয়া করে ১২১/ ০১৭১১ ৫৯৪ ৫৯৪ এ কল করুন ।

1 comments:

Mohd.Sakib Uddin said...

Dear Visitor,
Ei policy ti ghoto 21september2011 thee GP changee koree diyachee.
Ekon Gp Proti Mb er Rate 1.17tk koree diyachee(ja agee 23.55paisa chilo)
R proti 10kb 0.01tk+vate kore diyeecha

so sorry Dear Visitor,
Ei policy ti ghoto 21september2011 thee GP changee koree diyachee.
Ekon Gp Proti Mb er Rate 1.17tk koree diyachee(ja agee 23.55paisa chilo)
R proti 10kb 0.01tk+vate kore diyeecha

Post a Comment