Sunday, September 18, 2011

মাদারবোর্ডের সিডি হারিয়ে ফেলেছেন চিন্তার কিছু নেই …


মাদারবোর্ডের সিডি হারিয়ে ফেলেছেন চিন্তার কিছু নেই …
নতুন উন্ডোজ ইন্সটল করেছেন । এখন সাউন্ড, এজিপি, এসব ইন্সটল করা দরকার  কিন্তু দুঃভাগ্য জনিত কারণে আপনি আপনার মাদারবোর্ডের সিডি হারিয়ে ফেলেছেন অথবা আপনার পিসি বা ল্যাপটপ কেনার সময় মাদারবোর্ডের সিডি টা দেয় নাই । এখন কি করবেন । ভাইরাস বা অন্য কারণে উন্ডোজ ইন্সটল করলেন । কিন্তু দেখা যাচ্ছে মাদারবোর্ড সিডি না থাকায় আপনি সাউন্ড , এজিপি , ইন্টারনেট এসব ইন্সটল করতে ব্যর্থ হচ্ছেন । ফলে আপনার শখের পিসি বা ল্যাপ্টপে আপনি গান শুনা , গেমস খেলা বা নেটওয়ার্কিং এসব কাজ করতে ব্যর্থ হচ্ছেন ।
এখন আর কোন চিন্তা করার দরকার নেই । শুধু মাত্র নিচের লিংক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন আর পাসওয়ার্ড চাইলে দিবেন sakib
ব্যাস কাজ শেষ ।

Password: sakib
এবার সফটোয়ারটি চালু করেন । নিচের মত ছবি আসবে…
আর যা লাগবে(চিত্রে এরোমার্ক মানে আমার মাদারবোর্ড দরকার) তাতে ক্লিক করলে দেখবেন নিচের মত একটা ওয়েব পেজ চালু হবে।
আর যা লাগবে(মাদারবোর্ড ড্রাইভার) তাতে ক্লিক করলে দেখবেন নিচের মত একটা ওয়েব পেজ চালু হবে।
এবার ছবির মত ডাউনলোড এ ক্লিক করলে কাজ শেষ ।ডাউনলোড হয়ে গেলে তা ইন্সটল করে নেন ।পিসি বা ল্যাপ্টপ রিস্টার্ট দিতে হলে দিবেন ।দেখবেন এখন সব কিছু ফিটফাট। মনে রাখবেন ইন্টারনেট কানেকশান লাগবে অবশ্যই । আর মজার কথা হল এই যে আপনি একবার ডাউনলোড করে এই সফটওয়্যারগুলো সেভ করে রাখলে পরে প্রয়োজন হলে আবার ইন্সটল করতে পারবেন । নতুন করে আর নেট লাগবেনা । সেভ করা সফটওয়্যার দিয়ে কাজ হয়ে যাবে ।
কোন সমস্যা থাকলে আমাকে ফেইসবুকে জানাবেন ।
www.facebook.com/mohd.sakib

0 comments:

Post a Comment