Sunday, September 18, 2011

মজিলা ফায়ার ফক্স দিয়ে youtube vedio থেকে ভিডিও ডাউনলোড করুন


“মজিলা ফায়ার ফক্স দিয়ে ডাউনলোড করুন Youtube Vedio থেকে ভিডিও”

আমার এই টিপসটি হয়তো অনেকে জানেন। কিন্তু যারা জানেন না তারা প্লিজ নিচের নিয়ম মেনে চলুনঃ
যা দরকারঃ
  • মজিলা ফায়ার ফক্সঃ যে কোন নিউ ভার্সন থাকতে হবে ।
  • এডব ফ্লাশ প্লেয়ারঃ নয়তো ইউটিউব ভিডিও চল্বেনা ।
  • ইন্টারনেটঃ থাকা আবশ্যক । কারণ না থাকলে তো কাজ করবেন কি করে?
  • নিজের পছন্দঃ ইউটিউব থেকে কি ডাউনলোড করবেন ।
  • ওয়েব এড্রেসঃ www.youtube.com
  • ADD ONS Name: Fast-video-download
  • একটু কৌশলঃ বেশী কিছু না । নিচের লিংক থেকে এড অন্সটি ডাউনলোড করে ইন্সটল করা ।
  • লিংকঃ https://addons.mozilla.org/en-US/firefox/addon/fast-video-download-with-searc/
  • ইন্সটল হলে কি করবেনঃ কি আর করবেন মজিলা রিস্টার্ট দিবেন । তারপর দেখবেন উপরে বা নিচে FVD নামে একটা বাটন ।ব্যাস এতে ক্লিক করলে কাজ শেষ।
  • ডাউনলোড করার নিয়মঃ ইউটিউবে গিয়ে যা ডাউনলোড করবেন তা প্লে করে FVD এ ক্লিক করুন । তারপর কোন ফরমেটে সেভ করবেন তা সিলেক্ট করেন কাজ শেষ ।

কোন কমেন্ট বা পরামর্শ থাকলে  আমি আছি ফেইসবুকেঃ
মেসেজ দিতে পারেনঃ www.facebook.com/mohd.sakib

মাদারবোর্ডের সিডি হারিয়ে ফেলেছেন চিন্তার কিছু নেই …


মাদারবোর্ডের সিডি হারিয়ে ফেলেছেন চিন্তার কিছু নেই …
নতুন উন্ডোজ ইন্সটল করেছেন । এখন সাউন্ড, এজিপি, এসব ইন্সটল করা দরকার  কিন্তু দুঃভাগ্য জনিত কারণে আপনি আপনার মাদারবোর্ডের সিডি হারিয়ে ফেলেছেন অথবা আপনার পিসি বা ল্যাপটপ কেনার সময় মাদারবোর্ডের সিডি টা দেয় নাই । এখন কি করবেন । ভাইরাস বা অন্য কারণে উন্ডোজ ইন্সটল করলেন । কিন্তু দেখা যাচ্ছে মাদারবোর্ড সিডি না থাকায় আপনি সাউন্ড , এজিপি , ইন্টারনেট এসব ইন্সটল করতে ব্যর্থ হচ্ছেন । ফলে আপনার শখের পিসি বা ল্যাপ্টপে আপনি গান শুনা , গেমস খেলা বা নেটওয়ার্কিং এসব কাজ করতে ব্যর্থ হচ্ছেন ।
এখন আর কোন চিন্তা করার দরকার নেই । শুধু মাত্র নিচের লিংক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন আর পাসওয়ার্ড চাইলে দিবেন sakib
ব্যাস কাজ শেষ ।

Password: sakib
এবার সফটোয়ারটি চালু করেন । নিচের মত ছবি আসবে…
আর যা লাগবে(চিত্রে এরোমার্ক মানে আমার মাদারবোর্ড দরকার) তাতে ক্লিক করলে দেখবেন নিচের মত একটা ওয়েব পেজ চালু হবে।
আর যা লাগবে(মাদারবোর্ড ড্রাইভার) তাতে ক্লিক করলে দেখবেন নিচের মত একটা ওয়েব পেজ চালু হবে।
এবার ছবির মত ডাউনলোড এ ক্লিক করলে কাজ শেষ ।ডাউনলোড হয়ে গেলে তা ইন্সটল করে নেন ।পিসি বা ল্যাপ্টপ রিস্টার্ট দিতে হলে দিবেন ।দেখবেন এখন সব কিছু ফিটফাট। মনে রাখবেন ইন্টারনেট কানেকশান লাগবে অবশ্যই । আর মজার কথা হল এই যে আপনি একবার ডাউনলোড করে এই সফটওয়্যারগুলো সেভ করে রাখলে পরে প্রয়োজন হলে আবার ইন্সটল করতে পারবেন । নতুন করে আর নেট লাগবেনা । সেভ করা সফটওয়্যার দিয়ে কাজ হয়ে যাবে ।
কোন সমস্যা থাকলে আমাকে ফেইসবুকে জানাবেন ।
www.facebook.com/mohd.sakib

গ্রামীনফোনে ডেইলি আনলিমিটেড ইন্টারনেট ইউজ করুন ৩২.৫৮ টাকা


গ্রামীনফোনে ডেইলি আনলিমিটেড ইন্টারনেট ইউজ করুন ৩২.৫৮ টাকা পার ডে
কারণঃ গ্রামীনফোন পোস্টপেইড সিমে আনলিমিটেড ইন্টারনেট চার্জ করা হ্য় ডেইলি বেসিসে ।
প্রয়োজনীয় উপকরণঃ
(১) ইচ্ছা ও নিজস্ব বিবেক বুদ্ধি
(২) টিজের পোস্টটির প্রতি দৃঢ় বিশ্বাস
(৩) ইন্টারনেট পোস্ট পেইড সিম (২০০টাকা)
(৪) গ্রামীন/ অন্য নম্বর
(৫)হেল্প লাইন নম্বরে কল করার সামর্থ্য

কাযর্পদ্ধতিঃ প্রথমত, মনে করি টিজে যা বলছেন তা সম্পূর্ণটায় সত্যি । এর চেয়ে বড় সত্যি আর কিছুই নেই ।
দ্বিতীয়ত, নিজের থেকে কোন গ্রামীন পোস্ট ইন্টারনেট পেইড সিম আছে কিনা তা দেখা । না থাকলে গ্রামীন অফিস
থেকে ক্রয়  করা । যথাসম্ভব নিজের নামে সিমটি নেয়া । অন্যের নামে হলে ঐ ব্যাক্তির নাম , পিতার নাম, মাতার নাম,ঠিকানা, ই-মেইল জেনে রাখা । কারণ গ্রামীন অফিসে কল করলে  ওরা তা জানতে চাইবে ।
তৃতীয়ত, গ্রামীন বা অন্য নম্বর থাকা আবশ্যক কেননা ইন্টারনেট সিম থেকে কল করা যায় না ।
চতুর্থত, হেল্পলাইনের নম্বর জেনে রাখা (১২১/ ০১৭১১-৫৯৪ ৫৯৪)

প্রমাণঃ  গ্রামীনফোনে ডেইলি আনলিমিটেড ইন্টারনেট ইউজ করুন ৩২.৫৮ টাকায় তার প্রমাণ আমি নিজেই । আমি নিজেই তা ইউজ করি । প্রয়োজনে গ্রামীন কল সেন্টারে কল করে বা  GPC তে গিয়ে তার প্রমাণ নিতে পারেন ।

নিয়মঃ এতে নেট চালু করতে আপনি  মেসেজ পাঠাবেন P2 লিখে ৫০০০ নম্বরে । মনে রাখবেন টাকা কাটা হবে , যে দিন চালু কবেন  সেইদিন রাত ১২ টার পর । উদাহরণঃ  আপনি যদি ০১ জানুয়ারি রাত ১২.৪৫টা বা সকাল ৫টাই চালু করেন তবে আজকের টাকা কাটা হবে ০২জানুয়ারী রাত ১২টায় । আপনার নেট সিমে সব সময় ক্রেডিট লিমিট থাকবে ৫০টাকা । যা কাজে আসবে আপানার বিপদের সময় । কিন্তু অজতা তা খরচ করা যাবে না । খরচ করলে আপনি বিপদে পড়বেন । বিপদ এড়াতে পি২ চালুর আগে ৬৬টাকা রিচার্জ করে নিবেন । এরপর নেট চালু করুন । মনে রাখতে হবে যেই সময়ই নেট চালু করেন না কেন তার সময় শেষ হবে রাত ১১.৫৯ মিনিটে । কনফারমেসন মেসেজ(বিঃদ্রঃ দেখুন) না আসা পরযন্ত আপনি নেট ব্যবহার করতে পারবেন না ।

শর্তাবলীঃ
  1. শুধুমাত্র ১দিনের জন্য P2 চালু করলে যেই দিন  চালু করবেন সেই দিনই রাত ১২টার আগে(৩ ঘণ্টা হাতে সময় রেখে মেসেজ সেন্ড করা ভাল)  Cancel 5000 পাঠাতে হবে ।  রাত ১২টার  পাঠালে বাড়তি ৩২.৫৮ টাকা কাটা হবে ।
  2. কখনো  P1 ও P3 পেকেজ  চালু করা যাবে না । চালু করলে বুঝবেন না  যে P2 চালু হল কি হল না ।
  3. অবশ্যই যেকটা দিন  P2 চালান না কেন তা হিসেব করে ৩২.৫৮* যা দিন চালাবেন তারা সমপরিমাণ টাকা রিচার্জ(কমপক্ষে ৫০টাকা) করবেন । শেষ দিন মাস্টবি  কেন্সেল লিখে মেসেজ ৫০০০ এ পাঠাবেন এবং কনফারমেসান মেসেজ (বিঃদ্রঃ দেখুন)   আসছে কিনা চেক করবেন । প্রয়োজনে ১২১ এ কল করে অফ করাবেন এতে করে সাথে সাথে নেট অফ হয় না হলেও বাড়তি টাকা কাটার ঝুঁকি থাকে না ।
  4. মনে রাখবেন নেট অফ না হলে বকেয়া জমতে থাকবে ৩২.৫৮টাকা / দিন । যা আপনাকে পরিশোধ করতে হবে । তাই মনে করে নেট অফ করতে মেসেজ পাঠাবেন Cancel  লিখে 5000 নম্বরে অথবা, ১২১ এ কল করে ।
  5. কখনো কারো কথা শুনে  P3 পেকেজটি চালু করবেন না । কারণ এতে বকেয়া জমার  চান্স বেশী।
  6. নেট সিমে কোন লাইন রেন্ট বা চার্জ নেই ।

চালাকের গলায় পড়বে ফাঁসিঃ আমরা অনেকেই প্রয়োজনের চেয়ে একটু বেশীই চালাক । আর তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যদি আপনারা মনে করেন ব্যালেন্স ৩২.৫৮টাকা রেখে ইউস করতে থাকব একদিনের স্থলে দুদিন করব । আমার অনুরোধ আপনারা তা ভুলে যান । এতে আপনি নিজেই ক্ষতিগ্রস্থ হবেন। কেননা, ব্যালেন্স ৩২.৫৮ নিচে থাকলে পরের দিন নেট তো আর চলবেনা সাথে আপনার নেটও অফ হবেনা ফলে প্রতিদিন ৩২.৫৮ টাকা করে বকেয়া জমা হবে আপনার জন্যে যা আপনি নিজেও বুঝতে পারবেন না । ফলে পরে টাকা রিচার্জ করে বকেয়া পরিশোধ করতে হবে অতঃপর সিমটি আর ইউজ করতে সক্ষম হবেন না । সো প্লিজ কেঊ বেশি মাস্টার পন্ডিত হতে যাবেন না । কেননা কথায় আছে না বেশি মাস্টারের ভাত নেই ।


***বিঃ দ্রঃ কনফারমেসান মেসেজটি হবে নিম্নরুপঃ
YOUR INTERNET SERVEICE WILL BE ACTIVATE/CANCEL WITH IN 3HOURS.
****আর একাঊন্ট ব্যালেন্স *৫৬৬# দিয়ে দেখা যায় না । পোস্ট পেইড সিম বলে

হিসাব করে টাকা লোড করবেন (৫০টাকার নিচে লোড করা যায় না) ।
নতুন সিমের ক্ষেত্রে ই-বিল চালু করবেন এতে আপনারই লাভ …
ব্যালেন্স চেক করতে ও P2 এর ইউজেজ জানতে  ইমেইল করতে পারেনঃ insta.service@grameenphone.com এ…
এক্ষেত্রে মোবাইল নম্বর , মালিকের নাম , সর্বশেষ রিচার্জ উল্লেখ করে মেইল করবেন…



এ ব্যাপারে আর কোন হেল্প লাগলে আমাকে ফেইসবুকে মেসেজ করতে পারেনঃ
ফেইসবুকে আমিঃ www.facebook.com/mohd.sakib

গ্রামীনফোনে ২জিবি ইন্টারনেট এখন মাত্র ৫০৯.৭১৫২টাকায়


হে গ্রামীনফোনে এখন ২জিবি ইন্টারনেট মাত্র ৫০৯.৭১৫২টাকায়+১৫% ভ্যাট । কি বিশ্বাস হচ্ছে না ।না হওয়ারই কথা । কিন্তু ঘটনাটি একদম সত্য।(যাচাই করে দেখুন এখান থেকে) আর এই অফার কেবল গ্রামীনফোন প্রিপেইড গ্রাহকগণ উপভোগ করতে পারবে।
আপনি বলতে পারেন গ্রামীনফোন এমন কোন অফারই দেয় নাই । হে তা ১০০% সত্য যে গ্রামীনফোন এ ২জিবি বলে কোন নেট পেকেজ নেই । কিন্তু গ্রামীনফোন তাদের ১জিবি ও ৩ জিবি ইন্টারনেট ইউজারদের জন্য কিছু সুবিধা দিয়েছে । যা হয়তো অনেকে জানেন আবার অনেকে জানেন না।
আমি বলি মূল ব্যাপারটি কি । আসলে যারা গ্রামীনফোনের ১ জিবি ইউজ করেন তারা হয়তো জানেন আবার জানেন না । আসলে ১জিবি বা ৩জিবি ইউজাররা আপনাদের ইন্টারনেটের ব্যালেন্স যদি যদি নির্দিষ্ট মেয়াদের আগে শেষ হয়ে যায় অর্থাৎ সাধারণত মেয়াদ থাকে ৩০দিন । এখন আপনি যদি দেখা যায় ২০দিনের দিন আপনার সম্পূর্ণ ডাটা শেষ করে ফেলেছেন । তখন গ্রামীনফোন আপনার একাউন্ট থেকে প্রতি এম্বি ২০.৪৮পয়সা+১৫% ভ্যাট সহ কাটবে । তাহলে দেখুন প্রতি এম্বি যদি ২০.৪৮(.০০০২/kb+15% ভ্যাট) পয়সা হয়।তাহলে সাধারণ ঐকিক নিয়ম অনুসারে ১০২৪এম্বির দাম হবে ২০.৪৮*১০২৪=২০৯.৭১৫২টাকা।
এবার টোটাল টাকা হিসাব করেন=৩০০টাকা(১জিবি)+২০৯.৭১৫২টাকা(ডাটা শেষে প্রতি এম্বি করে )
=৫০৯.৭১৫২টাকা +১৫%ভ্যাট
কি ব্যাপারটা এখন মনে হয় বুঝতে পেরেছেন ।
এভাবে আপনি ৩ জিবির ক্ষেত্রে না করাই ভাল । কারণ ৩জিবির দাম হল ৭০০টাকা। অতিরিক্ত ১জিবি ইউজ করলে হবে (৭০০+২০৯.৭১৫২)৯০৯.৭২টাকা। কিন্তু দেখা যাবে আপনি ৮৫০টাকায় পাচ্ছেন ৫জিবি আনলিমিটেড(৫জিবির পর স্পিড হবে ২৪কেবির নিচে) ।
So which is better for now you can understand .
বিঃদ্রঃ যারা আরো সত্যতা যাচাই করতে চান তাদের কাছে আমার অনুরোধ দয়া করে ১২১/ ০১৭১১ ৫৯৪ ৫৯৪ এ কল করুন ।

গ্রামীনফোন ইউজররা লেটস ইঞ্জয় নাইট আনলিমিটেড অনলি ৯.৫৮টাকা/নাইট


যারা গ্রামীণ  ইন্টারনেট ইউজার তাদের মধ্যে যারা গ্রামীন ইন্টারনেট পোস্টপেইড ও এক্সপ্লোর ইন্টারনেট  সম্পর্কে জানেন না তাদের জানাই গ্রামীণে রাত ১২.০১ থেকে সকাল ৯.৪৫ পয র্ন্ত  ডেইলি নেট চালান মাত্র ৯.৫৮ টাকায় ।

আমি এর আগে ২৪ ঘন্টা আনলিমিটেড নিয়ে যে শর্তাবলী  বলেছিলাম তা আর ১০ঘন্টার এই পেকেজ(P3) সেম ।

চালু করার নিয়মঃ
মেসেজ অপশানে গিয়ে লিখুন P3 & Send To 5000  number সকাল ১১টার পর থেকে রাত ৯টার আগে । কারণ এক্টিভ হতে সময় লাগে কমপক্ষে ৩ঘন্টা বা টিক ঔ মুহূর্ত ।
অথবা, ১২১/ ০১৭১১ ৫৯৪ ৫৯৪ নম্বরে কল করে । এক্ষেত্রে সাথে সাথে চালু হয় ।আর অবশ্যই সিমটি কার নামে রেজিঃ করা ও তার বাবা-মা ও লাস্ট রিচার্জ বলার প্রয়োজন হবে । পারলে ঠিকানাও মনে রাখবেন। কারণ, গ্রামীনে কিছু ফালতু টাইপের কাস্টমার ম্যানেজার থাকে যারা একটু এক্সট্রারা মাস্টারি দেখাতে পছন্দ করে ।

ব্যালেন্সঃ ইন্টারনেট পোস্ট সিমে ৫০টাকা আর এক্সপ্লোর সিমে ৩০০টাকা ক্রেডিট লিমিট থাকে । যথা সম্ভব এই ক্রেডিট লিমিট ব্যাতীত আরো ৫০টাকা এডব্যান্স রিচার্জ করবেন । তবে এক্সপ্লোরার ইউজাররা তা না করলেও চলে ।

এডব্যান্স রাখার রিজনঃ  যার গ্রামীন এক্সপ্লোরার ইউজ করেন তারা দেখা যায় নতুন সিম কেনার পর আর টাকা রিচার্জ করে না । তারা দেখা যায় মাস শেষে যখন বিল আসে তা পে করে । আর দেখা যায় না করলে তিনি আর সিমটি ব্যবহার করতে অক্ষম হয় ।
অথবা যখন দেখা যায় বিল সাইকেল শেষ হওয়ার আগে সিম ইউজ করতে অক্ষম হয় তখন হাঊ মাঊ করে ১২১ এ কল করে আবার তাদের কথা মত টাকা রিচার্জ করে ।
আসলে আমাদের এই পদ্ধতিটা সম্পূর্ণটায় ভুল । আমরা ক্রেডিট লিমিট কেনইবা ইউজ করে বকেয়া বিল করব । আমরা সিম নেয়ার পর একটিভ হবার সাথে সাথে নেটসিম হলে ৫০টাকা আর এক্সপ্লোর হলে নিজের কতটুকু খরচ হবে তা হিসেব করে রিচার্জ করব ।তাহলে দেখা যাবে আমি এইমাসে ২০০টাকার ব্যবহার করলাম যার ১৫০টাকা আমার রিচার্জ করা ছিল এক্ষেত্রে আমার আর বাকী ৫০টাকা পে করতে হল । এক্ষেত্রে বিলটাও কম এল । মোট কথা আপনে নিজেই বিবেক বিবেচনা করে প্রিপেইডে যেভাবে টাকা রিচার্জ করেন টিক সেরূপ টাকা লোড করবেন কয়েক দিন পর পর । এতে করে মাস শেষে আপনা আর বড় অংকের কোন বিল আসবেনা । যেমনঃ ৫০০টাকা । এই ৫০০টাকা যদি একসাথে দিতে যান আপনার একটু কষ্ট হবে হয়ত । কিন্তু আপনে যদি প্রতি সপ্তাহে বা দু-তিনদিন অন্তর কিছুটা টাকা এডব্যান্স লোড করে রাখেন তবে কোন দিনই মাস শেষে আপনার এত বড় অংকের বিল আসবে না । আপনি ও অনায়াসে বিল পে করতে পারবেন । আর বিল পে মানে রিচার্জ করা । এর বাইরে আর কিছু না । কোন কাস্টমার সেন্টারে যেতে হবে না । যাস্ট ফ্লেক্সিলোড করবেন ।

ফ্লেক্সীলোডঃ দোকানদারকে বলবেন ভাই আমার ০১৭********* নম্বরে যতটাকা নিবেন তা পোস্টপেইডে ফ্লেক্সি করার জন্য । নয়ত হবে না ।

শর্তাবলীঃ
  1. কখনও সকাল ১০টার আগে ও রাত ১০টার পরে P3 নেট চালু করবেন না ।
  2. কখনও  P1 চালু করবেন না ও ইউজ করবেন না ।
  3. রাত ১২.১৫ টার আগে ও সকাল৯.৩০টার পরে নেট ইউজ করবেন  না । শুধুমাত্র  P3 এর ক্ষেত্রে ।
  4. Cancel লিখে Send 5000 । যদি আর ইউজ করতে না চান ।

শর্ত অমান্য করলে যা হতে পারেঃ
  1. বাড়তি ৯.৫৮টাকা পে করে হতে পারে ।
  2. বুঝবতে অসুবিধা হবে যে নেট এক্টিভ হল কি হল না ।

  1. করলে আপনার জন্য বিশাল বড় অংকের বকেয়া বিল হবে । যা আপনাকে পে করতে হবে নয়তো সিমটি অকাযর্কর হয়ে যাবে । কারণ P1 এ চার্জ হেবি হয় । আর আপনি খেয়াল করতে পারবেন না যে কখন  সময় পার হয়ে গেছে ।
  1. cancel করলে প্রতিদিন ৯.৫৮টাকা আপনার ব্যালেন্স থেকে কাটা হবে । যা আপনি টেরও পাবেন না ।

কনফারমেশান মেসেজঃ Your Internet Package Will be active/ cancel within 3 Hours .  ম্যাসেজটি পেলেই ফোন একবার রিস্টারট দিবেন ।

বিল সাইকেল কিঃ পোস্টপেইডে প্রথম যেদিন বিল পাবেন সেদিন থেকে পরের ৩০ দিন পযর্ন্ত বিল সাইকেল ধরা হয় ।
ইবিলঃ যথা সম্ভব বিল ইমেইল এর মাধ্যমে নেবার চেষ্টা করবেন । যদি প্রিন্ট আউট নিতে সমস্যা হয় । কিভাবে ইবিল রেজঃ করবেন তা সিম নেবার সময় জেনে নিবেন ।

৩২.৫৮ টাকা / ডে আনলিমিটেড পোস্টটিও দেখিবেন প্লিজ এতে  ব্যাপারটী নিয়ে  ক্লিয়ার হতে পারবেন ।

কোন প্রশ্ন/মতামত  থাকলে আমাকে ফেইসবুকে মেসেজ দিবেন ।
ফেইসবুকে আমিঃ www.facebook.com/mohd.sakib
এতে Feedback দ্রুত পাবেন ।
বিষয়টি নিয়ে আরো জানার ইচ্ছে থাকলে ১২১/ ০১৭১১ ৫৯৪ ৫৯৪ এ কল দিয়ে কল রিসিভের পর  ১ তারপর ৫ দিয়ে অপেক্ষা করবেন ।
ইন্টারনেট ইউজ করতে পারবেনঃ কম্পিউটার ও মোবাইলে উভয়ে ……………………