Wednesday, October 26, 2011

পেন্ড্রাইভকে কিভাবে বুটাবল করে তা দিয়ে ঊন্ডোজ সেভেন সেটাপ দিবেন


যেভাবে আপনার পেন্ড্রাইভকে বুটাবল করবেন

যদি উন্ডোজ ৭ বা ভিস্তা করতে চান তবে ৪/৮জিবি পেন্ড্রাইভ লাগবে । আর উন্ডোজ এক্সপি এর ক্ষেত্রে কম হলেও চলে ।

প্রথমে Run(windows key+R) এ গিয়ে cmd লিখেন তারপর Enter দেন.
নিম্নে দেওয়া ছবি আসবে ।



এবার তাতে লিখেন Diskpartতারপর Enter দিন।তবে ডিস্ক পারটিশান ওপেন হবে।
নিচের ছবির মতঃ


এবার লিখুন Listdisk তারপর এন্টার দিলে নিচের মত একটা ছবি দেখবেনঃ

এবার DISKPART> এর পাশে Select disk 1 মানে DISKPART>  Select disk 1 লিখেন।
তাহলে নিচের ছবির  মত আসবেঃ


এবার আবার DISKPART> এর পাশে Clean লিখুন এবং Enter চাপ দিন।
তাহলে নিচের ছবির মত আসবেঃ









এবার আবার DISKPART> এর পাশে create partition primary লিখুন আর এন্টার চাপ দিয়ে নিচের ছবি পর্যবেক্ষণ করুনঃ

এবার আবার DISKPART> এর পাশে format recommended লিখুন আর এন্টার প্রেস করুন । তবে নিচের ছবিটি আসবেঃ

এবাবে পারসেন্টিজ ১-১০০ হবে তারপর নিম্নোক্ত ছবির মত


এবার আগের মত DISKPART> এর পাশে active লিখে এন্টার দিলে নিচের ছবিটি দেখতে পাবেনঃ

এবার সর্বশেষ বারের মত DISKPART> এর পাশে exit লিখে এন্টার দিন। তাহলে কাজ শেষ । Programme বন্ধ হয়ে যাবে।

এবার  Your Computer/CD/DVD থেকে ঊন্ডোজ সেভেনের ফাইল গুলো কপি করে দেন আপনার পেন্ড্রাইভে । আর অবশ্যই  আপনার Bios Setting(Matherboard অনুসারে F2/Del/F12  এসব কী প্রেস করে Bios Setting প্রবেশ করা হয়)  থেকে USB Drive/Boot to USB/Removal disk এসব Enable  করতে হবে

এবার এই পেন্ড্রাইভ দিয়ে আপনি উন্ডোজ সেভেন সেটাপ দিতে পারবেন ।যদি উন্ডোজ সেভেনের ফাইল তাতে থাকে ।

প্রমাণঃ আমি নিজে আমার ৪জিবি পেন্ড্রাইভ এ করেছি। আমি এই নিয়মে ঊন্ডোজ ৭
         করেছি এবং সফল হয়েছি । এখন আপনাদের পালা ।

উপকারিতাঃ ১) এতে উইন্ডোজ সেটাপ দ্রুত হয়
              ২) সিডি রম না থাকলে এই পদ্ধতি কাজে আসে
              ৩) হার্ড ডিস্কে উইন্ডোজের ফাইল থাকলে তা দিয়ে কাজ করা সম্ভব                              
                  হয় ফলে নতুন করে সিডি কিনতে হয় না ।
বিঃদ্রঃ বুট প্রবলেম হলে I:\Boot\Bootsect.exe /NT60 I: command দিবেন।
                            যেখানে I:  হচ্ছে আপনার pendrive

আশা করি কোন সমস্যা হবে না । সমস্যা হলে কমেন্ট দিবেন ।
যোগাযোগঃ                      >>>এইখানে<<<
ফেইসবুক লাইকঃ যদি আমার পোস্ট পছন্দ হয়
                                               তবে                                  
                        >>>লাইক<<<
                                দিন






  

পেন্ড্রাইভকে কিভাবে বুটাবল করে তা দিয়ে ঊন্ডোজ সেভেন সেটাপ দিবেন


যেভাবে আপনার পেন্ড্রাইভকে বুটাবল করবেন

যদি উন্ডোজ ৭ বা ভিস্তা করতে চান তবে ৪/৮জিবি পেন্ড্রাইভ লাগবে । আর উন্ডোজ এক্সপি এর ক্ষেত্রে কম হলেও চলে ।

প্রথমে Run(windows key+R) এ গিয়ে cmd লিখেন তারপর Enter দেন.
নিম্নে দেওয়া ছবি আসবে ।



এবার তাতে লিখেন Diskpartতারপর Enter দিন।তবে ডিস্ক পারটিশান ওপেন হবে।
নিচের ছবির মতঃ


এবার লিখুন Listdisk তারপর এন্টার দিলে নিচের মত একটা ছবি দেখবেনঃ

এবার DISKPART> এর পাশে Select disk 1 মানে DISKPART>  Select disk 1 লিখেন।
তাহলে নিচের ছবির  মত আসবেঃ


এবার আবার DISKPART> এর পাশে Clean লিখুন এবং Enter চাপ দিন।
তাহলে নিচের ছবির মত আসবেঃ









এবার আবার DISKPART> এর পাশে create partition primary লিখুন আর এন্টার চাপ দিয়ে নিচের ছবি পর্যবেক্ষণ করুনঃ

এবার আবার DISKPART> এর পাশে format recommended লিখুন আর এন্টার প্রেস করুন । তবে নিচের ছবিটি আসবেঃ

এবাবে পারসেন্টিজ ১-১০০ হবে তারপর নিম্নোক্ত ছবির মত


এবার আগের মত DISKPART> এর পাশে active লিখে এন্টার দিলে নিচের ছবিটি দেখতে পাবেনঃ

এবার সর্বশেষ বারের মত DISKPART> এর পাশে exit লিখে এন্টার দিন। তাহলে কাজ শেষ । Programme বন্ধ হয়ে যাবে।

এবার  Your Computer/CD/DVD থেকে ঊন্ডোজ সেভেনের ফাইল গুলো কপি করে দেন আপনার পেন্ড্রাইভে । আর অবশ্যই  আপনার Bios Setting(Matherboard অনুসারে F2/Del/F12  এসব কী প্রেস করে Bios Setting প্রবেশ করা হয়)  থেকে USB Drive/Boot to USB/Removal disk এসব Enable  করতে হবে

এবার এই পেন্ড্রাইভ দিয়ে আপনি উন্ডোজ সেভেন সেটাপ দিতে পারবেন ।যদি উন্ডোজ সেভেনের ফাইল তাতে থাকে ।

প্রমাণঃ আমি নিজে আমার ৪জিবি পেন্ড্রাইভ এ করেছি। আমি এই নিয়মে ঊন্ডোজ ৭
         করেছি এবং সফল হয়েছি । এখন আপনাদের পালা ।

উপকারিতাঃ ১) এতে উইন্ডোজ সেটাপ দ্রুত হয়
              ২) সিডি রম না থাকলে এই পদ্ধতি কাজে আসে
              ৩) হার্ড ডিস্কে উইন্ডোজের ফাইল থাকলে তা দিয়ে কাজ করা সম্ভব                              
                  হয় ফলে নতুন করে সিডি কিনতে হয় না ।
বিঃদ্রঃ বুট প্রবলেম হলে I:\Boot\Bootsect.exe /NT60 I: command দিবেন।
                            যেখানে I:  হচ্ছে আপনার pendrive

আশা করি কোন সমস্যা হবে না । সমস্যা হলে কমেন্ট দিবেন ।
যোগাযোগঃ                      >>>এইখানে<<<
ফেইসবুক লাইকঃ যদি আমার পোস্ট পছন্দ হয়
                                               তবে                                  
                        >>>লাইক<<<
                                দিন






  

Monday, October 24, 2011

"পরিবর্তন করুন আপানার নোকিয়া সেম্বিয়ান ভার্সন৩ এর(ভার্সন৫ সেম প্রসেস) ডিফল্ট ফন্ট"


আমরা যারা নোকিয়ার সেম্বিয়ান ভার্সন থ্রি ও পাইভ ইউজ করি । তারা চাইলে অতি সহজ উপায়ে আমাদের
সেই ভোরিং ডিফল্ট ফন্ট পরিবর্তন করে মোবাইলকে দিতে পারি নতুন সাজ । নতুন স্টাইল ।
আমার এই পোস্ট হল কিভাবে ফন্ট পরিবর্তন করা যায় তা নিয়ে ।
আমরা যা করবঃ

১)ব্যাকআপঃ প্রথমে আপনি আপনার মোবাইলের সেট মেমরীটি ব্যাকআপ নিয়ে নিন । এই কাজটি আপনি পিসি থাকলে পিসি সুইট । আর না
থাকলে আপনার মোবাইল দিয়ে করে নিতে পারবেন । ব্যাকআপ রাখবেন কারণ যদি ফন্ট নিয়ে কোন প্রবলেম হয় তবে তা রিস্টোর করলে আবার আগের মত হয়ে যাবে ।

২) ফন্ট রাঊটারঃ এর কাজ হল আপনার মেমরি কার্ডটি যখন মোবাইল চালু হবে তখন তা থেকে আপনার তৈরি করা ফন্টগুলা খুজে নিয়া ।
                                                        <<<<<ফন্ট রুটার ডাউনলোড করুন>>>>>

ডাউনলোড করে ইন্সটল*** করুন ফোন মেমরিতে । এবং ইন্সটল শেষে মেমরি কার্ডটি খুলে ফেলুন ।

৩) ফন্ট তৈরিঃ নিম্নোক্ত নামে কম্পিউটার থেকে আপনার পছন্দের ফন্টটি Local Disk C:>>>>Windows>>>Fonts থেকে কপি(একই ফন্ট ৪কপি) করে নিয়ে fonts নামক একটা Folder করে তাতে রাখুন ।যেমনঃ আপনি tunzpage.ttf নামক একটা ফন্ট নিলেন । যা এবার fonts নামক একটা Folder করে কপি করে রাখলে যা হবে ..............................

tunzpage.ttf                    
tunzpage.ttf -copy                
tunzpage.ttf -copy1                
tunzpage.ttf -copy2
এই রূপ ।

এবার এদের আপনি রিনেম করবেন নিম্নোক্ত নামেঃ
S60SNR.ttf
S60SSB.ttf
S60TSB.ttf
S60ZDIGI.ttf

মনে রাখবেন উপরোক্ত নাম গুলো কিন্তু tunzpage.ttf নামক এই একটা ফন্টকেই রিনেম করে করা হয়েছে ।
আবার আলাদা আলাদা ৪টি ফন্ট করেছি বলে মনে করবেন না ।

৪) কার্ড রিডার ও পেস্টঃ এবার আপনার মেমরী কার্ডটি শুধুমাত্র এবং কেবল শুধুমাত্র কার্ডরিডার দিয়েই আপনার পিসির সাথে সংযোগ প্রদান করুন । এবার আপনার মেমরী কার্ডে দেখুন Resource নামক একটা  Folder আছে তাতে আপনার এতক্ষণ তৈরি করা সেই  fonts Folder টি   Resource নামক  Folder এ Paste করে দিন ।

৫) রিস্টার্ট এবং পর্যবেক্ষণঃ এবার আপনার মেমরি কার্ডটি আপানার মোবাইলে সংযুক্ত করুন । তারপর আপনার মোবাইলটি অফ-অন করুন । এবার দেখুন আপনার পছন্দের ফন্টটি এখন আপনার মোবাইলে দেখা যাচ্ছে এবং সেই স্টাইলে লিখাও যাচ্ছে ।

৬)সতর্কতাঃ আপনি বাংলা ফন্ট ইউজ করবেন না । কারণ বাংলা ফন্ট কাজ হবে কিন্তু বাংলা ফন্ট থাকে অগোছালো অবস্থায় ।
যেমনঃ MENU লিখাটি বাংলা করার পর দেখা যাবে banglai "মেনু" না হয়ে লিখা আছে "কএওজদ" . আর মূলত তাই আমি বলেছি আপনার মোবাইলটি ব্যাকআপ রাখার জন্য । ফলে বাংলা/ইংলিশ ফন্ট যেটাই করেন না কেন পছন্দ না হলে মোবাইলটি আবার রিস্টোর করে নিলে সব আগের মত হয়ে যাবে ।
এক্ষেত্রে FlipFont নামেও একটা Application আছে । তবে তা সেট রিস্টার্ট দিলে আবার ডিফল্ট ফন্টে রূপান্তরিত হয়ে যায় ।
কিন্তু আমি যেই পদ্ধতি বললাম তা দিয়ে কিন্তু কোন প্রবলেম হবে না ।

৭)প্র্যাক্টিকালঃ আমি Nokia E72 দিয়ে কাজ করেছি এবং তা সফলভাবে কাজ হয়েছে ।
প্রমাণ নিম্নের ছবিতে দেখুন


৮)যোগাযোগঃ আমি আছি আপনাদের সাথে এই পোস্টের যেকোনো ব্যাপার নিয়ে । কোন প্রকার প্রবলেম বা বুঝতে সমস্যা হলে >>>এখানে<<< আমাকে মেসেজ পাঠাতে পারেন ।

******যাদের ফন্ট রাঊটারটি ডাউনলোড করার পর ইনস্টল করার সময় Certificate Error বলবে তাদের সেট অবশ্যই হ্যাক করতে হবে ।

S60v3 & S60v5 হ্যাক নিয়ে আমার একটা পোস্ট আছে ।

S60v3 & S60v5 হ্যাকিং নিয়ে পোস্টটি দেখতে >>>এখানে<<< ক্লিক করুন ।
 


Wednesday, October 19, 2011

আপনার Nokia S60v3&S60v5 মোবাইল এবার হ্যাক(১০০০%) না হয়ে যাবে কই


আপনি কি আপনার নোকিয়া সেম্বিয়ান(S60V3& S60v5) মোবাইল এর হ্যাক করা নিয়ে ভাবছেন ।
অনেক পোস্ট দেখলেন অনেক বাংলা ব্লগ ঘুরলেন অনেক ডাউনলোড করলেন  কিন্তু কাজ হয় না ।
আর চিন্তার কোন প্রয়োজন নেই । আজ আপনি এখনই আপনার পছন্দের মোবাইলটি করে ফেলবেন হ্যাক।
ভাবছেন অনেক ডাউনলোড করলাম অনেক ট্রাই করলাম হল না । আর ইচ্ছে করে না এসব করার ......
প্লিজ আপনাদের বলব এসব মাথা থেকে জারি দিয়ে পেলে দেন । যদি এবার না হ্য় তবে আর কখনও নই ...
আপনার সেট হ্যাক হবে ১০০০০০% সিউর ......
চলুন কাজে আসি ।
তবে কাজ শুরুর আগে জানাই কিভাবে করলাম কাজটি ।
প্রথমেই বলছি এই সিস্টেমটা আমি টিউনার পেজের সাইভার ওয়ার্ল্ড ভাইয়া থেকে শিখেছি ।
প্রথমে আমিও অনেক পেজ , পোস্ট দেখেছি । অনেক নেট সার্চ মেরেছি । বাট পারিনাই ।
অবশেষে ধরে নিয়েছিলাম সেট আমার আর হ্যাক হবে না । একদিন টিটু ভাই আমাকে কয়েকটা সফটওয়্যার এর লিংক দেয় ।
তা আমি ডাউনলোড করে নিলাম । সাথে তিনি আমাকে কিভাবে করতে হবে তাও লিখে দিলেন । ব্যাস আর কি ঊনার পরামর্শ মত কাজ করলাম আর আজ আমার সেট(ই৭২) হ্যাক হয়েছে । আমি যে সব সফটওয়্যার আগে ইন্সটল করতে পারতাম না । সার্টিফিকেট এরর মেসেজ দিত তা আমি এখন ইন্সটল করতে পারি।
তাই আমি টিউনার পেজের টিটু ভাই এর প্রতি আন্ত্রিকভাবে কৃতজ্ঞতা ও তাকে অসংখ্য ধন্যবাদ জানাই । কারণ আজ তারাই উসিলায় আল্লাহ আমার সেটে যে কোনো স্ফট ইন্সটল এর ব্যবস্থা করে দিয়েছেন ।

বন্ধুরা চলুন তাহলে কাজে ঢুকে পরি ।
আমাদের যা দরকার বা যা ডাউনলোড করতে হবেঃ(জাস্ট তার পার্শ্বের লিংকটা কপি করেন)
১) UMU Mobile Security
২) Rom Patcher Plus
৩)i Install Server.exe
৪) Patch (যাদের ইন্সটল সার্ভার ক্রস হবে । তার এইটী ডাউনলোড করে মেমরি কার্ডে রাখবেন)
5) Screen Short(যদি দরকার হয়)

৪)XPLORE 1.53(এইটি গুগোল মামা বা www.wap360.net থেকে কষ্ট করে নিবেন)
৫)মোবাইল Internet Connection(Must)

স্ক্রিন শর্টঃ নিম্নে দেয়া  স্ক্রিন শর্ট ও ইন্সটলের নিয়মাবলী  দেখে দেখে ইনস্টল করুন ।





















N:B: 20No Screen SHort Paste Here এ(Bin Folder) সকল প্যাচ  এবং Install Server.exe Paste করবেন

ইন্সটলের নিয়মাবলীঃ

প্রথমে UMU Mobile Security টি ইন্সটল করুন ।ইন্সটল শেষে তা ওপেন করুন । তারপর আপানার কাছে ইন্টানেট কানেকশান (Accept connection ask)  চাইবে । তাই আপনি যেই অপারেটর এর নেট নিয়েছেন তা সিলেক্ট করেন । এবার কিছুক্ষণ পর আপনি দেখবেন Accept trial key এই ধরণের একটা লিখা উঠবে তা এক্সেপ্ট করেন । Accept license । তারপর ইয়েস দেন । তারপর নো দেন । তারপর ওকে দেন । তারপর আবার ওকে চাইলে ওকে দেন । পাসোয়ার্ড চাইবে ১২৩ দেন । আবার চাইলে ১২৩ দেন । এবার ইন্সটল  করা শেষ । এবার UMU Mobile Security টি ইন্সটেলেশান মানে আপনার ইন্সটল করা স্ফট যেখানে থাকে সেখান থেকে ওপেন করেন । তারপর Press Options - Anti-Virus এ যান । তারপর Go to Quarantine তে যান । তারপর Options - Restore - Press Yes
দেখবেন এখন সেখানে লিখা আছে Empty . এবার Back তারপর Home তারপর Exit । এবার UMU Mobile Security টি uninstall করেন । এবার RomPatcherPlus_3.1.sisx ইন্সটল করেন । তারপর আগের মত RomPatcherPlus টি ইন্সটলেশান থেকে ওপেন  করেন । তারপর যদি একটা মেসেজ শো করে তা ওকে দিবেন । না করলেও কোন প্রব্লেম নাই । এবার Option>>All Patch>> Apply ..
দেখবেন Install Server RP+  and Open4All RP+ এ Right চিহ্নযুক্ত সবুজ Colour show করছে । মানে সেট হ্যাক হয়েছে।
এবার আবার অপশন এ গিয়ে ***Install Server RP+  and Open4All RP+ একটা করে করে Add To Auto করে দেন ।
এখন আপনার সেট হ্যাক হয়ে গেছে । এখন থেকে আপনি সব কিছুই পারবেন যা আগে এরর শো করত ।
****অনেক সেটে(যেমনঃE71, E66, 6120clasic etc ) এটি রেড মার্ক হয়ে থাকে তারা যা করবেন । তা ২ নং এ আছে ।
২)প্রথমে XPLORE 1.53 ওপেন করেন । তারপর টুলস থেকে কনফিগারেশনে গিয়ে র‍্যাম , রম , সিস্টেম ফাইল , হাইডেন ফাইল  এসব মার্ক করে দিন ।।
এবার installserver.exe File টি Xplore>>C: >> SYS >>BiN  এ পেস্ট করে দিন ।আর ডাউনলোড করা প্যাচ ফাইলটি আনজিপ করে মেমরি কার্ডে প্যাচ নামে রাখুন। এবার আবার রেম পেচার টি ওপেন করুন । অতঃপর শেষ ২১নং স্ক্রিন শর্ট দেখুন । ব্যাস আপনার E71, E66, 6120clasic etc হ্যাক হয়ে গেল ।

কোন প্রকার বুঝতে প্রব্লেম হলে আমাকে www.facebook.com/mohd.sakib  এ মেসেজ  দিবেন ।
এই পোস্ট এ আমি যতাসাধ্য চেষ্টা করলাম যাতে সবাই তা টিক মত ইউস করতে পারে । তবে কেউ যদি তাও না পারেন বা আমার পোস্টে যদি কোনো ভুল থাকে  তবে আমাকে ক্ষমা করে দিবেন ।
তবে আমি আবারও বলছি আমি নিজে আমার NOKIA E72 এবং আমার ফ্রেন্ডের E5 মোবাইল হ্যাক করেছি। আর NOKIA E66টিও সফলভাবে হ্যাক করেছি।
কাজেই যেখানে ৩টি সেট হ্যাক হয়েছে সেখানে আমি বলতে পারি আপনি যদি টিক ভাবে কাজ করেন আপনার সেট হ্যাক না হয়ে কোথাও যেতে পারবে না । মানে ১০০%ই বা কেন ১০০০০০% বা তার উর্ধে হবে।