Wednesday, October 26, 2011

পেন্ড্রাইভকে কিভাবে বুটাবল করে তা দিয়ে ঊন্ডোজ সেভেন সেটাপ দিবেন


যেভাবে আপনার পেন্ড্রাইভকে বুটাবল করবেন

যদি উন্ডোজ ৭ বা ভিস্তা করতে চান তবে ৪/৮জিবি পেন্ড্রাইভ লাগবে । আর উন্ডোজ এক্সপি এর ক্ষেত্রে কম হলেও চলে ।

প্রথমে Run(windows key+R) এ গিয়ে cmd লিখেন তারপর Enter দেন.
নিম্নে দেওয়া ছবি আসবে ।



এবার তাতে লিখেন Diskpartতারপর Enter দিন।তবে ডিস্ক পারটিশান ওপেন হবে।
নিচের ছবির মতঃ


এবার লিখুন Listdisk তারপর এন্টার দিলে নিচের মত একটা ছবি দেখবেনঃ

এবার DISKPART> এর পাশে Select disk 1 মানে DISKPART>  Select disk 1 লিখেন।
তাহলে নিচের ছবির  মত আসবেঃ


এবার আবার DISKPART> এর পাশে Clean লিখুন এবং Enter চাপ দিন।
তাহলে নিচের ছবির মত আসবেঃ









এবার আবার DISKPART> এর পাশে create partition primary লিখুন আর এন্টার চাপ দিয়ে নিচের ছবি পর্যবেক্ষণ করুনঃ

এবার আবার DISKPART> এর পাশে format recommended লিখুন আর এন্টার প্রেস করুন । তবে নিচের ছবিটি আসবেঃ

এবাবে পারসেন্টিজ ১-১০০ হবে তারপর নিম্নোক্ত ছবির মত


এবার আগের মত DISKPART> এর পাশে active লিখে এন্টার দিলে নিচের ছবিটি দেখতে পাবেনঃ

এবার সর্বশেষ বারের মত DISKPART> এর পাশে exit লিখে এন্টার দিন। তাহলে কাজ শেষ । Programme বন্ধ হয়ে যাবে।

এবার  Your Computer/CD/DVD থেকে ঊন্ডোজ সেভেনের ফাইল গুলো কপি করে দেন আপনার পেন্ড্রাইভে । আর অবশ্যই  আপনার Bios Setting(Matherboard অনুসারে F2/Del/F12  এসব কী প্রেস করে Bios Setting প্রবেশ করা হয়)  থেকে USB Drive/Boot to USB/Removal disk এসব Enable  করতে হবে

এবার এই পেন্ড্রাইভ দিয়ে আপনি উন্ডোজ সেভেন সেটাপ দিতে পারবেন ।যদি উন্ডোজ সেভেনের ফাইল তাতে থাকে ।

প্রমাণঃ আমি নিজে আমার ৪জিবি পেন্ড্রাইভ এ করেছি। আমি এই নিয়মে ঊন্ডোজ ৭
         করেছি এবং সফল হয়েছি । এখন আপনাদের পালা ।

উপকারিতাঃ ১) এতে উইন্ডোজ সেটাপ দ্রুত হয়
              ২) সিডি রম না থাকলে এই পদ্ধতি কাজে আসে
              ৩) হার্ড ডিস্কে উইন্ডোজের ফাইল থাকলে তা দিয়ে কাজ করা সম্ভব                              
                  হয় ফলে নতুন করে সিডি কিনতে হয় না ।
বিঃদ্রঃ বুট প্রবলেম হলে I:\Boot\Bootsect.exe /NT60 I: command দিবেন।
                            যেখানে I:  হচ্ছে আপনার pendrive

আশা করি কোন সমস্যা হবে না । সমস্যা হলে কমেন্ট দিবেন ।
যোগাযোগঃ                      >>>এইখানে<<<
ফেইসবুক লাইকঃ যদি আমার পোস্ট পছন্দ হয়
                                               তবে                                  
                        >>>লাইক<<<
                                দিন






  

0 comments:

Post a Comment