Thursday, December 1, 2011

কিভাবে ISO FILE তৈরি করবেন এবং তা দিয়ে WINDOWS BOOTABLE CD/DVD তৈরি করবেন


কিভাবে ISO FILE তৈরি করবেন এবং তা দিয়ে WINDOWS BOOTABLE CD/DVD  তৈরি করবেন
  • প্রয়োজনীয় সফটওয়্যারঃ
  1. Ultra ISO
  2. Power ISO
  • ডাউনলোড লোকেশানঃ **Power ISO + Ultra ISO**
  • পিডি এফ ফাইলঃ আপনাদের সুবিধার্থে আমার এই সম্পূর্ণ পোস্টটা পিডি এফ ফাইল আকারে তৈরি করেছি। যাদের দরকার ডাউনলোড করবেন ।
  • কার্যপদ্ধতিঃ
  1. প্রথমে আপনার কাংকিত উণ্ডোজ এর সিডিটি আপনার পিসিতে প্রবেশ করান.
 
2.তারপর নিচের ছবির মত এতে মাঊসের ডান বাটনে চাপ দিয়ে সাব মেনু থেকে Ultra Iso>>Add to Iso file এ ক্লিক করে কোথায় সেভ করবেন তা দেখিয়ে দেন.

 
3.এইবার ISO FILE তৈরির কাজ চলছে দেখছেন



4.কাজ শেষ হলে আপানার সিডি রমে একটা ব্ল্যাংক সিডি বা ডিভিডি প্রবেশ করান । তারপর সেভ করা ISO FILE টি ওপেন করেন। তারপর নিচের ছবির মত বাটনে ক্লিক করলে বড় আকারের একটা লিস্ট আসবে সেখান থেকে নিচের ছবির মত  ক্লিক করুন।


5.আপনার সিডিটি Burn হওয়া শুরু করবে আর Burn হয়ে গেলে সিডি রম দিয়ে CD বের হয়ে যাবে।

***VISIT  http://www.google.com
Then write on GOOGLE Search:
site: mediafire.com Power ISO Crack
site: mediafire.com Ultra ISO Crack

প্রিয় পাঠক আমার এই ক্ষুদ্র পোস্ট এর দিখে নজর দেবার জন্য আপনাকে ধন্যবাদ ।

মোহাম্মদ সাকিব উদ্দীন


1 comments:

Unknown said...

লিঙ্ক পাইলাম না, চেক করেন।

Post a Comment