Monday, April 30, 2012

নিজেই নিজের সেম্বিয়ান সেট হ্যাক করুন using TM Mobile Security

আপনি কি আপনার নোকিয়া স্ম্যার্টফোনের ব্যাপারে চিন্তিত । কি ঠিক না কি?
বেশির ভাগ সফটওয়্যার ইন্সটল এর ক্ষেত্রে কি সার্টফিকেট এরর মেসেজ দেয়।
এখন কি আর করবেন । বৃথা মেগাবাইট নষ্ট । হা! হা! হা!
আসুন পিচ্ছি এই টিপস্টা ফোলো করি আর হ্যাক করি নিজেই নিজের হ্যান্ডসেটটি।
চলুন নিচের ধাপ গুলো অনুসরণ করিঃ
এই ফাইলটি ডাউনলোড** করি । যা আছেঃ
  1. Trend Micro Mobile Security With 1Year Licence key
  2. TMquarentine.zip
  3. Rom Patcher Lite Version
  4. Patches
  5. Sambian Phone Hacking Ebook By Ochena Manush
  6. Xplore Software
ডাউনলোড শেষে নিচের ছবি অনুসারে কাজ করুন।
এক্সপ্লোর ওপেন করুন।নিচের ছবির মত দেখাবে।

C  মানে ফোন মেমরি আর  E মানে মেমরি কার্ড।  D Z আনতে হলে মেনু থেকে টুলসে যান তারপর কনফিগারেশন থেকে হাইডেন ফাইল , র‍্যাম , রম এসব মার্ক করে দেন। এককথায় যা আছে সব মার্ক করে দেন।
২>আপনি যেখানে ডাউনলোড করা ফাইলটি রেখেছেন তা এক্সপ্লোর দিয়ে নিচের ছবির মত ওপেন করুন।
৩>এবার টিএমকুয়ারটায়ন জিপ ফোল্ডার এ উপরের ছবির মতন ক্লিক করলে নিচের ছবির মতন আসবে।
৪> এবার মেনু>এক্সট্রেট টু তে যান নিচের ছবির মতন
৫>এবার নিচের ছবির মতন কোন ফোল্ডার এ ক্লিক না করে সোজা সি তে ক্লিক করুন।
৬> এরপর ফাইলটা সি তে এন্ট্রি করে নিচের ছবির মত দেখাবে।
৭> এবার রম প্যাচারটা ইনস্টল করেন ।
৮> তারপর প্যাচ ফোল্ডারটি এক্সট্র্যাক্ট করুন ডাইরেক্ট মেমরি কার্ডের রুট অবস্থায়।
৯> দেখুন নিচের ছবির মত হবে।
এখানে দেখছেন আমার মেমরি কার্ডে ফাইল মেনেজার থেকে ঢুকলেই যা দেখা যাচ্ছে তাই।
আর মূলত রূট অবস্থা বলতে আপনি যখন আপনার মেমরি কার্ডে ফাইল মেনেজার থেকে ঢুকবেন তখন যেরুপ টি দেখেন টিক সেই অবস্থা কে রূট অবস্থা বলে।
এখন আশা করি বুঝেছেন যে প্যাচ ফোল্ডারটি কিভাবে রাখতে হবে।
অর্থাৎ মেমরী কার্ডে ঢুকেই যেনো প্যাচ ফোল্ডারটি দেখা যায় ।
১০> এবার ট্রেন্ড মাইক্রো মোবাইল সিকিউরিটি ওপেন করে মেনুতে যান ।
সেখান থেকে নিচের ছবির মত যান


১১> এবার Quarantine List ক্লিক করলে নিচের ছবির মত ফাইল দেখতে পাবেন। তা রিস্টোর করতে হবে। এজন্য আপনি মার্ক অল করে রিস্টোর করেন সব রিস্টোর হয়ে যাবে।
১২> দেখুন নিচের ছবি টি রিস্টোর হবার পরের অবস্থা ইঙ্গিত করছে
১৩> এবার ROM PATCHER Lite Versionইন্সটল করুন। তারপরROM PATCHER+ ওপেন করুন।নিচের ছবির মত দেখাবে
১৪> এবার অপশন থেকে অল প্যাচ এপ্লাই দিলে নিচের মত ছবি দেখাবে।
তবে আপনি শুধুমাত্র XGrid দেখবেন না। কারণ আমি তা দিই নাই। দেখুন নিচের চিত্রে নীল রং হয়ে গেছে সবুজ।
১৫> এবার আবার অপশন এ গিয়ে একটি একটি করে প্যাচ এড ফ্রম অটু করে দেন। কাজ শেষ আপনার ফোন হ্যাক হয়ে গেছে।
মনে রাখবেন মেমরি কার্ডের প্যাচ ফোল্ডারটি কখনও ডিলিট করা যাবে না।
আর সব সময় উপরের চিত্রের মত রম প্যাচ প্লাসের প্যাচ গুলো সবুজ থাকতে হবে।
সবুজ না থাকলে আপনার সেট আবার আন হ্যাক হয়ে যাবে । তাই এ বিষয়ে খেয়াল রাখতে হবে।

আমার এই ক্ষুদ্র লিখাটি পড়ার জন্য ধন্যবাদ সবাইকে।
কোন সমস্যা হলে আমার সাথে নিচের যোগাযোগ ঠিকানায় যোগাযোগ করুন ।
চিঠি পাঠাতে পারেনঃ sakib_1724@yahoo.com OR mohd.sakib@facebook.com


0 comments:

Post a Comment